দক্ষিণ জেলা প্রতিনিধিঃ১৩জুলাই
লকডাউনের ১১তম দিন ১২ জুলাই স্বাস্থ্য বিধি লংঘন করায় পটিয়া উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ১৪মামলায় ১৪৫০ টাকা জরিমানা আদায় করেছে।
পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাহুলী,কচুয়াই,পৌরসভা, থানার মোড়, ইত্যাদি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সিএনজি স্টান্ড এ অভিযান পরিচালনা করে স্টান্ড খালি করা হয়। এসময় মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নীলুফা ইয়াসমিন চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি), পটিয়া।
এসময় মাস্ক পরিধান করার জন্য সর্বসাধারণকে উদ্বুদ্ধ করণ কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। তবে কাউকে কারাদন্ড দেয়া হয়নি।এই দিন সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও লোক চলাচল নিয়ন্ত্রণ করেন।
রোববার ও পটিয়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ এবং সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।
এদিকে সোমবার- মঙ্গলবার ও উপজেলা বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে মাঠে ছিলেন বলে জানা গেছে।
Discussion about this post