হোসেন বাবলাঃ১৩জুলাই,চট্টগ্রাম
বৈশ্বিক মহামারি করোনাতে কত মানুষকতো সমস্যায় আছে, তা হয় তো সবাই জানে না, তবে অমূলক মৃত্যু মানুষ কে ভাবান্বিত করে। তেমনি হত্যা বা আত্মহত্যার কান্ড কেউ কাম্য করে না আর মেনে নিতে চাই না।রীতি-নীতিসিদ্ধীতে আত্মহত্যা কে মহা পাপ বলে আখ্যায়িত করেছে। যা সহজে সবাই ঘৃণিতকাজ বলে গণ্য করেন।এই কঠিন কষ্টের মৃত্যু কে দেশ সমাজে কেউ সহজে স্বীকৃতি দেয়নি , দিবে ও না। তাই, এর পত্রিকার জরুরী।
নিন্মে চট্টগ্রামে বিভিন্ন এলাকার কয়েকটি আত্মহত্যার সংক্ষিপ্ত ঘটনা বলি প্রকাশ করছি।
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা: রেশমী আকতার (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত রেশমী পটিয়া সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী।সোমবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার জঙ্গলখাইন এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রেশমী উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন ফকিরের বাড়ির মৃত আবদুল গফুরের মেয়ে। সে দীর্ঘদিন এলাকায় নানা মৃত মো. ইছহাকের বাড়িতে থাকতেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়।পটিয়া থানার উপ-পরিদর্শক নাজমুল কবির রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান।
বায়েজিদে গৃহবধূর ‘আত্মহত্যা’: অক্সিজেন এলাকায় শায়লা শারমিন (২৯) নামের এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছে। রবিবার (১১ জুলাই) রাত সাড়ে নয়টার সময় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া। তিনি জানান, ডিপ্রেশন থেকে শ্বশুর বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে।নিহত গৃহবধূ বায়েজিদ থানার অক্সিজেন কাঁচা বাজার এলাকার চৌধুরী নিবাসের বাসিন্দা।
সীতাকুণ্ডে গৃহবধূর ‘আত্নহত্যা’: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাপের বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মেহেরুন নেছা আঁখি (২২)। তিনি বাঁশবাড়িয়া আকিলপুর গ্রামের নুর নবীর মেয়ে।বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, আঁখি বেশ কিছুদিন ধরে নানা রোগে ভুগছিলেন। দরিদ্র হওয়ায় তার চিকিৎসার টাকা যোগাড় করা কঠিন হয়ে যাচ্ছিল। এ নিয়ে তিনি কিছুটা অসন্তোষে ভুগছিলেন। রবিবার দুপুর সাড়ে ১২টা – ১টার মধ্যে যেকোন সময় নিজ ঘরে ঢুকে আত্নহত্যা করেন।
রাউজানে স্কুলছাত্রের ‘আত্মহত্যা: মোবাইল কেড়ে নেয়ায় রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের সুরঙ্গা এলাকায় অভিমানে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে স্বাভাবিক মৃত্যু হিসেবে তার মরদেহ সৎকার করার প্রস্তুতিকালে রাতেই ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।শনিবার (১০ জুলাই) এ ঘটনা ঘটেছে ।নিহত ওই ছাত্রের নাম তুহিন নাথ (১৪)। সে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুরঙ্গা গ্রামের পদ্মার পাড়া এলাকার মৃত সুজন নাথের একমাত্র ছেলে।তুহিন ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।তুহিন তার খালা অনু নাথের কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিও গেম খেলছিল। দীর্ঘক্ষণ গেম খেলায় তার খালা মোবাইলটি কেড়ে নেয়। এর অভিমানে সে হয়তো আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। তিনি বলেন, ওই ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
গোসাইলডাঙ্গায় গৃহবধূর ‘আত্মহত্যা’: বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় গলায় ফাঁস দিয়ে আছমা বেগম (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। (৯ জুলাই) শুক্রবার রাত নয়টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া।মৃত আছমা বেগম পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকার নাছির উদ্দীন কন্ট্রেকটারের ভাড়া বাসার বাসিন্দা মঙ্গ মিয়ার স্ত্রী।মৃত আছমা বেগমের স্বামী জানান, মানসিক সমস্যা ছিল তার স্ত্রীর। এই কারণেই নিজ ভাড়া বাসায় গলার ওরনায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
হাটহাজারীতে দোকানে যুবকের মৃত্যু : হাটহাজারীতে পরিত্যক্ত দোকান থেকে মো. সাজ্জাদ (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজ্জাদ ঐ এলাকার মো. আলীর ছেলে। সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার মিয়াজীপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিক পূর্বকোণকে বলেন, সাজ্জাদ নেশাগ্রস্ত ছিল।নেশার জন্য মায়ের কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানালে ঘুমের ওষুধ খেয়ে বের হয়ে পাশের একটি পরিত্যক্ত দোকানে শুয়ে থাকে।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে।
খাগড়াছড়িতেমদ্যপ ব্যক্তির মৃত্যু: লক্ষ্মীছড়িতে অতিরিক্ত মদপান করে গোসল করতে নেমে ধুরং খালে ডুবে রশি কুমার চাকমা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে মহিষকাটা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আনন্দ কুমার চাকমার ছেলে।বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর। তিনি বলেন, দুপুরে মদ পান করে মাতাল অবস্থায় বাড়ি সংলগ্ন ধুরং খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় রশি কুমার। ডুবে যাওয়া স্থানের প্রায় ৪ কিলোমিটার দূর অর্থাৎ কালাপানি সুইচ গেইট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখিত আত্মহত্যার গুলোর কারণ ওদ্রুটি বিশ্লেষন করলে দেখা যাই কিছুটা সামন্য অথবা কিছুটা সমাজ-পরিবার ওকাউন্সিলিং বা মত প্রার্থক্যর মতো ঘটনায় এই লোকগুলো অকালে মৃত্যুর মতো কঠিন জীবন বেঁচে নিয়েছেন। আমরা দেশে অনেক সামাজিক-সাংস্কৃতিক ওসেবামূলক এনজিও সংগঠন গুলো একটু সহায়তা করলে সমাজে এই অত্যাহত্যার প্রবণতা রোধ করা যেতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
তাই আসুন আর আত্ম হত্যা নয়, কঠিন বাস্তবকে সহজ-সরল ভাবে বুঝি আর সুন্দর অনন্ত জীবন কে নতুন রূপে সাজিয়ে আগামীর আলোর পথ খুঁজে জীবন গড়ি..!!
Discussion about this post