কর্ণফুলী থানা এলাকায় খুনের অভিযোগে  মহিলা ই্‌উপি সদস্য সহ আটক ৩  

  প্রতিনিধির খবরঃ১৪জুলাই

গতকাল  ১৩জুলাই  সন্ধ্যায় ভিকটিম নুরুল আলম(৫০) পাওনা ৫০,০০০/-টাকা দিতে ব্যর্থ হওয়ায় এজাহার নামীয় বিবাদী গণ ভিকটিমকে নির্যাতন করতঃ পরষ্পর যোগসাজশে পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করে তার লাশ সিলিংয়ের লোহার এ্যাঙ্গেলের সাথে ঝুলাইয়া রাখে।

এরূপ অভিযোগ মোঃ কোরবান আলী (২৮), মোছাঃ আছিয়া বেগম(মহিলা ইউপি সদস্য)  ৫৫ ও মোঃ পারভেজ (২৩) গণকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।

এ সংক্রান্তে নগরীর কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে