বাবুল হোসেন বাবলা: ১ লা জানু: ২০২০ (চট্টগ্রাম) কাটাখালী আলীশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ নগরীর ইপিজেড থানাধীন দঃহালিশহর ৩৯নং ওয়ার্ডের কাটাখালী আলীশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও কাউন্সিলর হাজ্বী জিয়াউল হক সুমন, সংগঠক আবু তাহের ,শারমিন ফারুখ স্কুলের প্রধান শিক্ষক মুমিনুল হক ,স্থানীয় সংগঠক আজাদ হোসেন রাসেল ও ইফতেখার হোসেন জিসান সহ সকল শিক্ষক/শিক্ষীকার উপস্থিতিতে বই উৎসব ২০২০ উদ্বোধন করেন কাউন্সিলর জিয়াউল হক সুমন।
মোহাম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ নারিকেল তলাস্থ ৩৯নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক/শিক্ষীকার উপস্থিতিতে বই উৎসব ২০২০ উদ্বোধন করেন সভাপতি হাজী আবু তালেব। এসময় সহ-সভাপতি এম.এ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউ মুরিং আহম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃনিউমুরিংস্থ ৩৯নং ওয়ার্ডের আহম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক/শিক্ষীকার উপস্থিতিতে বই উৎসব ২০২০ উদ্বোধন করেন সভাপতি হাজী হারুন উর রশিদ। এসময় প্রধান শিক্ষক এম.মোজাম্মেল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ হালিশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ(নয়াহাট)দক্ষিণ হালিশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক/শিক্ষীকার উপস্থিতিতে বই উৎসব ২০২০ এ বই বিতরণ হয়েছে বলে জানা গেছে।এসময় ছাত্র-ছাত্রী,অভিভাবক ওপরিচালনা সদস্যরা উপস্থিত ছিলেন ।
মমতা প্রাথমিক বিদ্যালয়ঃ আকমল আলী রোডস্থ মমতা প্রাথমিক বিদ্যালয়ে ১লা জানয়ারী বুধবার সকালে শিক্ষক/শিক্ষীকার উপস্থিতিতে বই উৎসব ২০২০ উদ্বোধন করেন সভাপতি হাজী শফিউল আলম।
সৈয়দিয়া তৈয়বিয়া মাদ্রাসা:বন্দরটিলা টিসিবি ভবন সংলগ্ন সৈয়দিয়া তৈয়বিয়া মাদ্রাসায় সকল শিক্ষক/শিক্ষীকা,হাফেজ,মাওলানা ও প্রিন্সিপালে উপস্থিতিতে বই উৎসব ২০২০ উদ্বোধন করেন সভাপতি এম.এ তাহের।
এছাড়া আকমল আলী রোডস্থ ঈসমাইল সুকানী সরকারী প্রাথমিক বিদ্যালয়,নৌ বাহিনী আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকার ঘোষিত বছরের প্রথম দিনেই সকল ছাত্র-ছাত্রীর হাতে এক সেট নতুন বই তুলে প্রধান মন্ত্রীর নির্দেশ পালনে মোটামোটি ভাবে হয়েছে বলে বিভিন্ন এলাকার অভিভাবকরা প্রতিবেদক কে জানিয়েছেন। তবে নাম করা বেশ-কয়েকটি শিল্প ওবাহিনীর স্কুলে সব শ্রেনীর বই বিতরণ না হওয়ার কিছু অভিযোগও উঠেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সূত্রে জানা গেছে তারা ২/৩দিনের মধ্যে সব ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিবেন।
১লা জানয়ারী বুধবার সকালে বন্দরের সবুজ সাথী আইডিয়াল স্কুল এন্ড ললিত কলা একাডেমীতে বই উৎসব ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিক এবং ২০১৯সালে চূড়ান্ত ফলাফল ঘোষনা অনুষ্ঠান মফিজুর রহমানের সভাপতি এবং বাবু দিলীপ বড়ুয়াও শিক্ষীকা ফাতেমা আক্তারের সঞ্চালনায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের ডিষ্ট্রিক ডাইরেক্টর ডাঃজাকিরুল ইসলাম, বিশেষ অতিথি-হাজী ইউনুছ সওদাগর,হাজী মোঃ ইউসুপ,হাজী হারুন উর রশিদ,হাজী মোজাফ্ফর,বেসিক ব্যাংক ইপিজেড শাখার ডেপুটি ম্যানেজার বাবু সত্যজিৎচক্রবর্তী, ব্যাংকার মোঃ সাইফুল ইসলাম।২০১৯ সালের সমাপ্ত হওয়া বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষনা করেন প্রধান শিক্ষীকা-রুম্পা বড়ুয়া
Discussion about this post