স্টাফ রিপোটারঃ১৫জুলাই
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ মঈনুর রহমানের নেতৃত্বে ২ নং টীম গোপন অভিযানে গতকাল ১৪জুলাই আনুমানিক সময় ৯টায় কোতোয়ালী ব্রিজঘাটস্থ হোটেল নেভাল আবাসিক এর সামনে অবৈধ মাদক দ্রব্য সহ মোঃ জালাল আহাম্মদ (৪৩), মোঃ ফারুক (৩০) ও মোঃ তালাল (৩৫)কে আটক করা হয়।
এসময় মোঃ জালাল আহাম্মদ এর হেফাজত থেকে কাগজ দ্বারা মোড়ানো ০১টি সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য, যাহার বানিজ্যিক নাম আইস (ক্রিস্টাল মেথ) ওজন ৮০ (আশি) গ্রাম , যার বাজার মূল্য আনুমানিক ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা উদ্ধার করা হয়। মোঃ ফারুক ও মোঃ তালাল এর হেফাজত থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ ফারুক ও মোঃ তালাল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকার অজ্ঞাতনামা ব্যাক্তির নিকট হতে ইয়াবাগুলি সংগ্রহ করে বিক্রয়ের জন্য উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন ১। মোঃ জালাল আহাম্মদ (৪৩), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- বৈইলতলী, তালুকদার বাড়ী, বৈইলতলী ইউনিয়ন, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, ২। মোঃ ফারুক (৩০), পিতা- মোঃ মঈনুদ্দিন, সাং- বৈইলতলী, মঈনুদ্দিনের বাড়ী, বৈইলতলী ইউনিয়ন, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, ৩। মোঃ তালাল (৩৫), পিতা- হারুনুর রশিদ, সাং- কা না, চৌধুরী পাড়া, ১নং ওয়ার্ড, কা না ইউনিয়ন, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম