বিশেষ প্রতিবেদনঃ১৫জুলাই
সভ্যতার বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি,দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপন ও খাবার বিতরণ কর্মসূচি গত ১৩ জুলাই দিনব্যাপী চান্দগাঁও সি.এন্ড.বি এলাকায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদসভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সমাজকর্মি মুহাম্মদ জামাল উদ্দীন।
তিনি বলেন, পরিবেশের স্বাভাবিকতা ও ভারসাম্যের প্রয়োজনে এবং সভ্যতার বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। মানুষের জীবন-জীবিকার জন্যও বৃক্ষ অতীব গুরুত্বপূর্ণ। বৈষয়িক প্রয়োজনেও তাই বৃক্ষরোপণ করা একান্ত দরকার। যে কোনো ফল ও ফসল উৎপন্ন হলেই তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। এমনকি ওই ফল বা ফসল যদি উৎপাদনকারী বা প্রকৃত মালিক নাও পায়, কেউ যদি চুরি করে নিয়ে যায় তাতেও সমাজের কারও না কারও প্রয়োজন পূর্ণ হয়। ইসলাম এ বিষয়ে মানুষকে সান্ত¡না প্রদান করেছে।
নবী করিম (সা.) বলেছেন, ‘যদি কোনো মুসলিম কোনো ফলের গাছ
লাগায় বা বাগিচা করে অথবা ক্ষেতে কোনো শস্যের বীজ বপন করে, তা থেকে উৎপন্ন কোনো ফল মানুষ বা
পশুপাখি যদি খায়, তবে ওই বৃক্ষের মালিক, বাগিচাওয়ালা বা ক্ষেতওয়ালা সদকার সওয়াব পাবে।’
ইসলামে ফল বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সওয়াবের কাজ হিসেবে ‘সদকায়ে জারিয়া’ বা অবিরত দানরূপে আখ্যায়িত
করা হয়েছে। তেমনিভাবে জীব-বৈচিত্র রক্ষার জন্য বনজ-ঔষধি বৃক্ষ খুব প্রয়োজন।
আসুন, আমাদের নিজের প্রয়োজনে হলেও একটি করে বৃক্ষ রোপন করি। পরে নেতৃবৃন্দ বৃক্ষরোপন করে কর্মসূচি পালন করেন এবং অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইমন খন্দকার, মুহাম্মদ মায়মুনুর রশীদ নাহিদ, মুহাম্মদ আবুল হাসনাত, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ ফাহিম উদ্দীন, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ রিদুয়ান রোহান, মুহাম্মদ জুবাইর, মুহাম্মদ মেহেদী, মুহাম্মদ রাজু, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ হাসান, রক্তিম, নিলয় প্রমুখ।