বন্দর-ইপিজেড এলাকায় টিসিবি’র খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু

নগরীর বন্দর ও সিইপিজেড এলাকায় আসন্ন পবিত্র কোরবান উপলক্ষে  শ্রমজীবি-অসহায়, নিম্ম আয়ের মানুষের জন্য বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশক্রমে টিসিবি’র খোলাট্রাকে পণ্য বিক্রি  কার্যক্রম গত ১৬জুলাই থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে শুরু হয়েছে।

সেই লক্ষে আজ শনিবার বন্দরের সল্টগোলা ক্রসিং, কাস্টম-নিমতলা, ইপিজেডের থানার সন্নিকটে, বন্দরটিলা, হাসপাতাল গেট, ফ্রিপোট মোড়,২নং মাইলের মাথা সহ নিউমুরিং এলাকায় খোলাট্রাকে পণ্য বিক্রি  কার্যক্রম হতে দেখা গেছে।

সয়াবিন প্রতি কেজি ১শত, চিনি৫৫আর মশুরডাল৫০ টাকা সহ অন্যান্য নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করছেন বলে ট্রাকসেলের কর্মীরা জানিয়েছেন।

এতে শ্রমজীবী-অসহায় ওনিন্ম আয়ের মানুষরা এসব পণ্য কমদামে পেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে প্রতিবেদক কে জানান, তারা আরো বলেন, এই কার্যক্রম করোনা পরিস্থিতি থাকা পর্যযন্ত বজায় রাখকে কতৃপক্ষের প্রতি অনুরোধ জানান।