স্টাফ রিপোটারঃ১৮জুলাই
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর কাজির গলি(আমানত উল্লাহ মুন্সি বাড়ী) প্রকাশ কাজি বাড়ী তে করোনা উপস্বর্গ নিয়ে আজ রোববার(১৮জুলাই) দিবাগত রাত্রে মোঃ সাইফুদ্দিন দোভাষ(৩৫) নামে যুবকের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
দোভাষ গত ২/৩দিনযাবত গায়ে প্রচন্ড স্বর্দি জ্বর-কাশিওব্যথা অনুবোভ করছিলেন। হঠাৎ রোববার গভীর রাত্রে শ্বাস কষ্ট হলে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে তাকে ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। রোববার সকালে বিশেষ ব্যবস্থায় দোভাষ কে মহল্লার কবরস্থানে জানাযা মেষে দাফন সম্পন্ন করেন।
মৃত্যু কালে দোভাষের মা, স্ত্রী ও দুটি ছোট্ট সন্তান রয়েছে।
Discussion about this post