অতি মুনাফালোভী গরু ব্যবসায়ীদের কারণেই সীমান্তে হত্যাঃস্বরাষ্ট্রমন্ত্রী

  বিশেষ প্রতিবেদনঃ১৮জুলাই

চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে গতকাল দুপুরে ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিজিবিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি’র সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। আগামীতে এই বাহিনীকে আরো অত্যাধুনিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গতবার আমাকে বললেন, তোমাদের আর গরু দেব না।

আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, আমাদের লাগবেও না, আমরা সমৃদ্ধ। আমাদের দেশে ক্যাটল (গরু) উৎপাদন হচ্ছে। তবুও দুয়েকজন অতি লোভী গরু ব্যবসায়ীর কারণে সীমান্তে খুনের মতো ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে।

বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান, সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ যেকোন ধরণের সীমান্ত অপরাধ দমন সর্বোপরি দেশের সার্বভৌমত্ব ও অখ-তা রক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে।

মন্ত্রী বলেন, বিজিবি’র সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের অংশ হিসেবে সীমান্তে নতুন বিওপি, বিএসপি নির্মাণসহ অত্যাধুনিক সার্ভেইলেন্স ইকুইপমেন্ট স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি, রায়ট কন্ট্রোল ভেহিক্যাল, ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা হয়েছে। এছাড়াও অতি সম্প্রতি এই বাহিনীতে অত্যাধুনিক এন্টি ট্যাংক গাইডেড উইপন সংযোজন করা হয়েছে। বিজিবির প্রশিক্ষণ কর্মকান্ডে কলেবর বৃদ্ধিও বিষয়টি বিবেচনায় রেখে চুয়াডাঙ্গায় আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।অনুষ্ঠানশেষে মন্ত্রী ৯৬তম ব্যাচে সেরা শারীরিক কৃতিত্ব (পুরুষ) মিজানুর রহমান, সেরা ফায়ারার মো. আতিকুর রহমান, সর্ববিষয়ে সেরা মো. নয়নের হাতে পুরস্কার তুলে দেন। ৯৬তম রিক্রুট ব্যাচে বিজিবিতে দুই হাজার ৭৩৬ জন সৈনিক শপথ নিলো। এরমধ্যে বিজিটিসিএন্ডসিতে ৭৮৪ জন রিক্রুটের মধ্যে ৬৫৬ জন পুরুষ এবং ১২৮ জন নারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিটিসিএন্ডসি’র ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মো. তরিকুল ইসলাম, পরিচালক (সমন্বয়) লে. কর্নেল মো. রাশেদুজ্জামান, প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি,
মো. জাফর আলম এমপি প্রমুখপার্বত্য জেলা বান্দরবানের বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু চৌধুরী, বিচারক মো. ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার আফজারুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু, উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি, ইউএনও ফাতেমা-তুজ জোহরা, ওসি মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি প্রমুখ।