করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬জনের মৃত্যু

ডেস্ক রিপোটঃ১৯জুলাই

 করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৬৫ জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৪১ জনে এবং শনাক্ত ৭১ হাজার ৮৪১ জনে।

রবিবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান,এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৪১ জনে এবং শনাক্ত ৭১ হাজার ৮৪১ জনে।