সীতাকুণ্ডে বারৈয়াঢালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুন্ড প্রতিনিধিঃ১৯জুলাই
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ ঘর থেকে মো. রবিউল হোসেন (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রবিউল ওই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের রহমতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল হোসেন প্রতিদিনের মত রাতে ঘুমাতে গেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে সে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সকালে পরিবারের লোকজন ডিস লাইনের তার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।