কোতোয়ালীতে তিলোত্তমা লায়ন্স ক্লাবের বৃক্ষের চারাও অসহায়দের মাঝে খাবার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তীঃ২০জুলাই

লায়ন্স ক্লাব অব চিটাগাং তিলোত্তমার  বৃক্ষের চারা বিতরণ,রোপণ কর্মসূচি এবং দুস্থ্য-অসহায়দের মাঝে খাবার  ও মাস্ক বিতরণ কর্মসূচি নগরীর কোতোয়ালী থানা প্রাঙ্গণে সম্প্রতি উদযাপন করা হয়েছে।

ক্লাব প্রেসিডেন্ট ও জেলা ৩১৫-বি৪’র প্রথম ভাইস্ প্রেসিডেন্ট  লায়ন এম.শামসুদ্দিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪’র গভর্নর লায়ন আল সাদাত দোভাষ।

বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার মোঃ মোজাহিদুল ইসলাম, জেলা লায়ন্স ক্লাব  সেক্রেটারি এস.এম আশরাফুল আলম আরজু, লায়ন মাহমুদ হাসান,লায়ন শাহেলা আাবেদীন,লায়ন শাহেদা আক্তার সহ লায়ন মীর মো. মোজাফফর, লায়ন আদনান পাশা প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ২হাজার সার্জিকেল মাস্ক,১হাজার নানা প্রজাতির গাছ,২০০শত দুস্থ্য-অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে। এসময় তারা বলেন, ক্লাবের নিয়মিত কার্যক্রম এবং করোনায় অসহায়ত্ব থাকা লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন বলে ক্লাবের প্রাক্তণ প্রেসিডেন্ট লায়ন শাহেলা আবেদীন জানিয়েছেন।