সোনাগাজীতে জমি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে দীর্ঘদিন উধাও আলা উদ্দিন কে অবশেষে আটক

 ফেনী জেলাপ্রতিনিধিঃ২২জুলাই

ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ  মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকারের তত্বাবধানে   সঙ্গীয় ফোর্স সহ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ১০ সি আর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আলা উদ্দিন (৪০) কে  ২২জুলাই আটক করে জেরহাজতে পাঠানো হয় বলে নোয়াখালীর সোনাগাজী থানা সূত্রে জানান।

ধৃত আলাউদ্দিন(৪০)ফেনীজেলার সোনাগাজী থানার সাং- নবাবপুর গ্রামের মৃত আব্দুল জবাবরের ছেলে বলে জানা গেছে। একই সাথে  সি.আর ১৯৬/২১ , এসসিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ নুরুল আফসার, পিতা- নুর নবী, সাং-চরলক্ষীগঞ্জ সোনাগাজী কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানাই।

চট্টগ্রাম সমবায়  অফিসে  আলাউদ্দিন (৪০)সভাপতি,মোঃ জসিম উদ্দিন( সাঃ সম্পাদক) এবং মোঃ সিরাজ  অর্থ সম্পাদক এর বিরুদ্ধে  প্রতারনার মামলা রযেছে বলে অভিযোগকারীরা সাংবাদিক মোঃ হারুন অর রশিদ কে এই তথ্য  সমবায় অফিসার মোঃ মুরাদ সংবাদ মাধ্যম কে জানিয়েছেন। অভিযুক্তদের  বার বার নোটিশ করে  কোন সাড়া  না পেয়ে সমবায় অফিসার মোঃ মুরাদ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতার প্রমানের প্রতিবেদন দাগিল করেন  তিনজননের বিরুদ্ধে। সমবায় সমিতির নিয়ম ভঙ্গ করার অপরাধে উচ্চ আদালতে আইনের আশ্রয় নিতে  বলেন।তাদের বিরুদ্ধে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।

এছাড়া  বন্দর জোন (উপ-পুলিশ কমিশনারের) দপ্তরে অভিযোগকারী সাংবাদিক মোঃ হারুন অর রশিদ এর তথ্য মতে  এই তিনজনকে নোটিশ করলে ও তারা কেউ  হাজির হয় নাই।উপ-সহকারী পুলিশ কমিশনার নেয়াজ মোহাম্মদ সরেজমিনে সমিতির জায়গা ও প্রতারনা মুলক ব্যাংকের চেক সঠিক আছে কিনা জুবলী রোড EXIM BANK শাখায়  তদন্ত করে ,১৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই গন্ড জমি দেবার কথা বলে টাকা বুঝে নেওয়ার পর  প্রতারণা করেন ধৃতরা।

উপস্থিত সাক্ষীগনের সামনে জমি বুঝিয়ে দেন সভাপতি আলাউদ্দিন। পরে তারা  বিভিন্ন লোকজন থেকে  চেক দিয়ে  টাকা নেওয়ার বিষয়টা জানাযানি হলে  তারা উধাও হয়ে যাই। যৌথ তিনজনের চেক সাক্ষরে যাছাই করে  ব্যাংকের সাক্ষরের সাথে কোন মিল পাওয়া যায়নি।এতে ব্যাংক অফিসার বলেন এরা এই ভাবে অনেকের সাথে প্রতারনা করে আসছে । আমরা এদের বিরদ্ধে ব্যাংকের আইন অনুযায়ী ব্যাবস্থা নিবো।

বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনর  নেয়াজ মোহাম্মদ   অভিযোগ কারীর  ঘটনার সত্যতার  প্রমানে প্রতিবেদনে বাদীকে উচ্চ  আদালতে আইনিও ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনে উল্লেখ করেন।

বর্তমানে বাদীর মামলা চট্টগ্রাম আদালতে চলমান। অনেক বার আদালত এই তিনজনকে গ্রেফতার  করার নির্দেশ দিলেও   আসমীরা পলিয়ে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিরা হলেন- মোঃ আলা উদ্দিন সভাপতি ,মোঃ জসিম উদ্দিন সাঃ সম্পাদক (জানাযায়) বর্তমানে হাজীপুর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মোঃ  সিরাজ -অর্থ সম্পাদক (চট্টগ্রাম বন্দর জেটি সরকার )মোবাঃ ০১৮১৫৯১৪১৬০,৯ নং ওয়ার্ড সোনাগাজী ।

মো মোসারফ(কাষ্টম  পিয়ন বন্দরের ১নং গেইট)মোবাঃ নং ০১৮১৯৮৬৯৪৩৭ /০১৬২২৬৯০৪১৬ দালাল চক্রের সাথে জড়িত।  চট্টগ্রামে এই আসামি চক্রটির -ষ্টারভিশন কোঃ সোসাইটি সমবার সমিতি চট্টগ্রাম  নাম ব্যবহার করে।জুবলী রোড EXIM BANK শাখায়  এই নামে  ব্যাংক একাউন্ট করে অনেক মানুষকে চেক দিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।

 ঘটনা সূত্রে আরো জানা যায়, রিয়াজ উদ্দিন বাজার ও চট্টগ্রাম বন্দর,সি এন্ড এস জেটি সরকার দের থেকে সমিতির নামে ফ্লট আছে বুজিয়ে দিব বিক্রয়ের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয় নিয়ে উধাও এই প্রতারক চক্রটি। এদের মামলা নং সোনাগাজী মডেল থানা, ফেনী সহ  চট্টগ্রাম আদালতে আরো অনেক তথ্য বাংলাদেশ পুলিশ প্রশাসন কে দিতে পারবেন বলে মোঃ হারুন অর রশিদ (মোবাঃ ০১৭১২২৬৮৭৭০) বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।