নিজস্ব প্রতিনিধিঃ২৩জুলাই
করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। আর এ সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৫ দশমিক ৭৩ শতাংশ। শুক্রবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের সাতটি ল্যাবে এক হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৩৭ জন ও বিভিন্ন উপজেলার ২১৪ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, শেভরন ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন, আর. টি. আর. এল. ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। এসময় এন্টিজেন টেস্টে ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করনোর জীবাণু পাওয়া যায়।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ২৬১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৬ হাজার ১৮২ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৭৯ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। মারা যাওয়া ছয়জনই নগরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৩২ জন।
এর আগে, বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪২৮ জন। ওই সময়ে মারা গেছেন দুই জন।