বিশেষ প্রতিবেদনঃ২৫জুলাই
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কোরবানি পশুর বর্জ্যসহ সব ধরণের আবর্জনা অপসারণ করে স্বাস্থ্যবান্ধব পরিবেশ রক্ষায় চসিকের যে সফলতা অর্জিত হয়েছে সেজন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
নগরীবাসীর প্রতি এক কৃতজ্ঞতা বার্তায় মেয়র বলেন, কোরবানি ঈদের পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণে চসিক যে সকল নির্দশনা প্রদান করেছে, নাগরিক সমাজ তা যথাযথভাবে পালন করেছেন। পাশাপাশি চসিক নিয়োজিত জনবল যথার্থভাবে অর্পিত দায়িত্ব সম্পাদন করেছেন। এ জন্য সফলতা অর্জিত হয়েছে।
তিনি বলেন, চসিক গৃহীত সকল নীতি ও কৌশল যথাযথভাবে পালিত হয়েছে বলেই কোরবানি উত্তর বিকেল ৫টার মধ্যে বর্জ্য মুক্ত করে স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব নগরীর সুনাম বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঈদুল আযহাকে উপলক্ষ করে সরকার লকডাউনের যে শিথিলতা প্রদান করেছে, তাতে নগরবাসী সাড়া দিয়েছে।
মেয়র আরো বলেন, বর্জ্য অপসারণের ক্ষেত্রে কোন বিচ্যুতি বা অলসতা থাকলে তা অবহিত করার জন্য চসিকের কন্ট্রোল রুমে জানাতে বলা হলেও কাজ শেষে এ ধরণের কোন অভিযোগ পাওয়া যায়নি।
তাই দায়বদ্ধতা পালনে চসিক সচেষ্ট ও সক্রিয় ছিল-এটা প্রমাণিত হয়েছে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন ও যান্ত্রিক বিভাগের সেবা পরিসংখ্যান উল্লেখ করে বলেন, ঈদুল আযহার দিন বর্জ্য অপসারণে সাড়ে চার হাজার শ্রমিক নিয়োজিত থেকে তিনশত সতেরটি গাড়ীর মাধ্যমে প্রায় ৭ হাজার টন বর্জ্য অপসারণ করেছে। ঈদের দ্বিতীয় দিন ৩ হাজার শ্রমিক ২শত ২০টি গাড়ীর মাধ্যমে সাড়ে ৫ হাজার টন বর্জ্য পরিস্কার করে দুটি টেন্সিং গ্রাউন্ডে ডাম্পিং করা হয়েছে।
মেয়র নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো.গিয়াস উদ্দিন, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মোরশেদ আলী,চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী যিশুসহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
Discussion about this post