শিক্ষা সংবাদঃ২৭জুলাই,চট্টগ্রাম
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং র্যাংকিং এ শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে সম্প্রতি বেশকয়েকটি গণমাধ্যমে কিছু ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে । এ তথ্য বিভ্রাটের ব্যাপারে এনএসইউ কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরূপ:
ক) এনএসইউযথাযথকাগজপত্রেরভিত্তিতেইবিভিন্নপ্রোগ্রামচালাচ্ছে, কাজেই এ ব্যাপারে ‘স্টারমার্কড’ করাঅযৌক্তিক। এ ব্যাপারেইউজিসি’রসাথেসার্বক্ষণিকযোগাযোগএবংআলাপ-আলোচনাচলছেএবং এ ব্যাপারেআমরাআশুসমাধানআশাকরছি।
খ) নর্থসাউথইউনিভার্সিটিসবসময়ইইউজিসি’রঅনুমোদনক্রমেবিবিএপ্রোগ্রাম চালিয়ে যাচ্ছে যার মধ্যে বেশকয়েকটি বিষয়ে মেজরে অধ্যায়নের সুবিধা রয়েছে । এ সকল বিষয়ের কোর্স কনটেন্ট এবং কোর্স স্ট্রাকচার ইউজিসি অনুমোদিত। তবে ইউজিসিতে প্রয়োজনীয় অনুমোদন ও নবায়নএর জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে। অতএব এনএসইউ অনুমোদন ব্যতীত কোর্স চালাচ্ছে এটি সত্য নয়।
গ) সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে অতীতে বিভিন্ন সময়ে দেওয়া সুপারিশ সমূহের বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। এব্যাপারে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘ) এখানে উল্লেখ্য যে, ইউজিসি ও মন্ত্রণালয়ের সুপারিশ কৃতবেশ কিছু বিষয়ে এনএস ইউইতি মধ্যেই ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। এসকল উদ্যোগ সমূহ জাতীয় এবংআন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।
ঙ) জঙ্গিবাদ এবং মাদকের ভয়াবহতা রোধে এনএসইউ বরাবরই সোচ্চার এবং এ ব্যাপারে বেশ কিছু শুদ্ধি অভিযান চালানো হয়েছে যার মাধ্যমে কিছু কর্মকর্তা এবং কর্মচারী কে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বর্তমানে এনএসইউতে জঙ্গি ও মাদক বিরোধী কমিটি সক্রিয় রয়েছে এবং জঙ্গি ও মাদক প্রতিরোধে সফলভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। এটি উল্লেখ্য যে, এনএসইউতে নিয়মিত ভাবে জঙ্গি ও মাদক বিরোধী সেমিনারের আয়োজন করা হয়ে থাকে।
চ) এন এস ইউ সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার লক্ষ্যে এ পর্যন্ত এনএসইউ ১৩০০ এর অধিক মুক্তিযোদ্ধার সন্তানদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে বিশ্ববাসী এবং নতুন প্রজন্ম কে জানানোর উদ্দেশ্যে সম্প্রতি এনএসইউ “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক বই রচনা করেছে।
ছ) এনএসইউএর প্রশাসনিক কাজে গতিশীলতা বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ সরকারের তিনজন অবসর প্রাপ্তঊর্ধ্বতন কর্মকর্তা (অতিরিক্ত সচিব, মেজর জেনারেল এবং উইংকমান্ডার) নিয়োগ দিয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
জ) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সম্প্রসারণের জন্য জমিক্রয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য গাড়িক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য ও কাগজপত্র অফিসে সংরক্ষিত আছে।
সম্প্রতি কিছু গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টিবোর্ডের সদস্যবৃন্দ এবং কর্তৃপক্ষকে উল্লেখ করে যে সকল ভ্রান্ত তথ্য প্রকাশ করেছে এনএসইউ কর্তৃপক্ষ তার প্রতিবাদ জানাচ্ছে এবং এরই প্রেক্ষিতে এ সংশোধনী উপস্থাপন করে এনএসইউ জনসংযোগ দপ্তর সম্প্রতিএক প্রেস বিজ্ঞপ্তীতে সংবাদ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।