সিলেট থেকে বিশেষ প্রতিনিধিঃ২৭জুলাই
সিলেট- ৩ আসনের উপ নির্বাচনের স্থগিতাদেশ দিয়েছেন হাই কোর্ট। ২৮ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলে দেশ জুড়ে করোনা ভাইরাসের আক্রমন বৃদ্ধির ফলে বিষয়টি ভাবিয়ে তুলেছে।
নিয়ে ৫ আইনজীবি আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
এর সূত্র ধরে সোমবার (২৬ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভাচ্যুর্যাল বেঞ্চে এ আদেশ দেন।
এর আগে একই দিন সংশ্লিষ্ট বিষয়ে রিট করা হয়।
Discussion about this post