নিজস্ব প্রতিবেদকঃ২৯জুলাই
চট্টগ্রামে সব রেকর্ড ভেঙে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। শনাক্তের হার ৩৭.৪১ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) সর্বোচ্চ ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৫৮ জন এবং বিভিন্ন উপজেলার ৪৫৭ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এর আগে বুধবার (২৮ জুলাই) চট্টগ্রামে করোনায় ১৭ জনের মৃত্যু হয়। এ সময় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিল ৯১৫ জন।