দক্ষিণ জেলা প্রতিনিধিঃ২৯জুলাই
কঠোর লকডাউন বাস্তবায়নে বৈরি আবহাওয়া ও বৃষ্টির মধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে লোকজন ও যানবাহন নিয়ন্ত্রন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে পটিয়া উপজেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি লঙ্ঘন, এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২২টি মামলায় ৭২৫০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ ৫টি মামলায় ৮০০/- এবং সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী ১৭ টি মামলায় ৬৪৫০/- টাক জরিমানা করেন ।
মঙ্গলবার , বুধবার ওআজকে বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন।
পটিয়া উপজেলার বাস স্ট্যান্ড এলাকা, সবুর রোড, কামাল বাজার,থানার মোড়,বাইপাস হাইওয়ে,শোভনদন্ডী,অলিরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন পটিয়া থানার পুলিশের সদস্যবৃন্দ।অনেক জায়গায় ভ্রাম্যমান আদালত বিনা প্রয়োজনে যারা বাহিরে বের হয়েছে তাদের বাড়িতে ফেরত পাঠায় এবং রাস্তায় অযথা সকল গাড়ি চেক করা হয়।
নির্বাহী অফিসার ফয়সাল আহমদ ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নিলুফা ইয়াসমিন পটিয়ায় সংক্রমন বৃদ্ধি পাওয়ায় লোকজনকে অযথা বাইরে ঘোরাঘুরি না করার অনুরোধ করেন।মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উপজেলা প্রশাসনের পক্ষে লোকজনকে উদ্বুদ্ধ করা হয়।
Discussion about this post