বিনোদন ডেস্কঃ২৯জুলাই
কনফিডেন্স, কনফিডেন্স এবং কনফিডেন্স। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শেয়ার করা ইনস্টাগ্রামের ছবি দেখা সোশ্যাল অডিয়েন্সের আলোচনায় বারবার উঠে আসছে অভিনেত্রীর আত্মবিশ্বাসের কথা।
কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী গাঙ্গুলী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক।
শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষে তার জবাব দিয়েছেন নায়িকা। আরও একবার আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতে চলার ইঙ্গিত দিলেন।
Discussion about this post