কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ৩১জুলাই
কঠোর লকডাউন অমান্য করায় কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার। এ সময় জরিমানার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়।
গতকাল শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১৩টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসিল্যান্ড শিরীন আক্তার বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, ও দোকান খোলা রাখা সহ বিভিন্ন বিভিন্ন অপরাধে মোট ১৩ টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়ার অনুরোধ করছি সকলকে।
বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান চলমান থাকবে।
Discussion about this post