প্রেস বিজ্ঞপ্তীঃ৩১জুলাই
তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার মাতা তারা দেবী আগরওয়ালার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,হুইল চেয়ার প্রদান ও অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
তারা দেবী আগরওয়ালার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৫ টি হুইল চেয়ার ও করোনা কালে কর্মহীন হয়ে পড়া ১৩০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আলামিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন,বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সেক্রেটারী বিপুল আশরাফ ও চেম্বার অব কমার্সের পরিচালক মন্জুরুল আলম মালিক লার্জ।
এছাড়া আমন্ত্রীত অতিথি ছিলেন এনামুল হক শাহ মুকুল,ওয়ায়েচ কুরুনী টিটু,পবিত্র কুমার আগরওয়ালা ,বারাদী ইউপির সাবেক চেয়ারম্যান তবারক হোসেন,পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশীদ হীরা ও নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিগন।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।
উল্লেখ্য, সামাজিক দ্বায়দ্ধতার এক অনন্য দৃষ্টান্ত তারা দেবী ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবতার সেবার লক্ষ্যে দিলীপ কুমার আগরওয়ালা তার মাতার নামে তারা দেবী ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছিল ২০১৩ সালের গোড়ার দিকে। মূলত শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও সমাজ সেবা মূলক কার্যক্রম পরিচালনা করাই এই ফাউন্ডেশন কাজ।
গর্ভবতী ও প্রসূতি মা এবং নবজাতকদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্সসেবা, শিক্ষা বৃত্তি, ফ্রি টিউশন ফি, মিড ডে মিল, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রশিক্ষণ কর্মশালা, কর্মসংস্থান সৃষ্টি, ওল্ড হোম, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত এই অলাভজনক প্রতিষ্ঠানটি।