প্রেস বিজ্ঞপ্তীঃ৩১জুলাই
নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রামএর আহ্বায়কএ এসএম আব্দুল গাফফার মিয়াজী এক বিবৃতিতে বলেন ,সিআর বি চট্টগ্রাম মহানগরের প্রাণ কেন্দ্র।
ইট, পাথর আর কলকারখানার ধোঁয়ায় আচ্ছন্ন নাগরিক জীবনের এক টুকরো স্বস্তির স্থান সিআর বি । চট্টগ্রামের ইতিহাসের অন্য তমধারক। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বহু স্মৃতি চিহ্ন রয়েছে এই সিআরবি’তে।
রয়েছে শতবর্ষী অসংখ্য বৃক্ষসহ নানা নয়নাভিরাম প্রাকৃতিক উপাদান। এই প্রাচুর্যকে কোন ভাবেই বিনষ্ট করা যাবে না। হাসপাতাল নির্মাণের উদ্যোগ কে আমরা স্বাগত জানাই, চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে। তবে পরিবেশ বিনষ্ট করে, বৃক্ষ নিধন করে, প্রাকৃতিক অক্সিজেন চেম্বার খ্যাত সিআরবি’কে ধ্বংস করে নয়।
চট্টগ্রাম রেলওয়ে সহ বিভিন্ন সরকারী সংস্থার শহরে বহু পরিত্যক্ত জায়গা রয়েছে। সে সব জায়গায় হাসপাতাল নির্মাণ করা হোক। আমরা কথা দিচ্ছি সেক্ষেত্রে চট্টগ্রামবাসী কে সাথে নিয়ে হাসপাতাল নির্মাণে নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম সহযোগিতা করবে।
আমরা আশাকরি বর্তমান সরকার চট্টগ্রামবাসীর আবেগ ও দাবীকে গুরুত্ব দিয়ে সিআরবি’তে হাসপাতাল নির্মাণের সিন্ধান্ত থেকে সরে আসবে। প্রকৃতিএবংপরিবেশ রক্ষায় অনবদ্য অবদান রাখবে। অন্যথায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম বাসীকে সাথে নিয়ে সিআর বি রক্ষা আন্দোলনে সক্রিয় থাকবে।
Discussion about this post