পতেঙ্গা মুসলিমাবাদে ২৫০ জেলে পরিবার  ওসমান বাহিনীর যন্ত্রণায় অতিষ্ঠ

বিশেষ প্রতিনিধিঃ০১আগষ্ট

নগরী উত্তর পতেঙ্গাস্থ ৪০নং ওয়ার্ডের মুসলিমাবাদ জেলেপাড়ার জেলেরা একটি সন্ত্রাসী বাহিনীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সম্প্রতি সি্এমপি পুলিশ কমিশনার  বরাবরে লিখিত অভিযোগ করেছেন বলে  ভুক্তভোগি  একাধিক জেলে সূত্রে জানা গেছে।

তিন পৃষ্টার লিখিত অভিযোগে জেলেরা ৪০নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকার ওসমান বাহিনীর  ওসমান সহ আরো একাধিক  সন্ত্রাসী সদস্যর নাম ঠিকানা উল্লেখ করে পুলিশ কমিশনার কাছে  সুষ্ট বিচার চেয়ে বিশেষ আবেদন ও জমা দেন। জেলেরা অভিযোগ পত্রে জানান এলাকার ওসমান বাহিনীর  ওসমান সহ আরো ৫/৭জনের  গ্রুপ তাদের মাছ ধরতে বাধা দিয়ে তাদের জাল কেটে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন।

তারা আরো জানাই, স্থানীয় সররকার দলীয় এক জনপ্রতিনিধি/দলীয় প্রধানের প্রভাব খাটিয়ে ওসমান বাহিনীর লোকজন  প্রতিবছরই এরুপ অত্যাচার চালিয়ে ইলিশ মাছ ওমাছ ধরার সরনজাম এবং নৌকা-বোট নষ্ট করার কথা জানান। এরই মধ্যে ওসামান বাহিনী জেলেদের ৭০টি জাল কেটে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জেলেদের প্রতিনিধি মো. নুরুল আবছার অভিযোগে উল্লেখ করেন, এলাকার জেলেদের বাপ-দাদার আমলের চিহ্নিত সমুদ্র এলাকায় তা দীর্ঘদিন ধরিয়া প্রায় ৫০টি নৌকা দিয়ে প্রায় ২৫০ পরিবার সাগরে মাছ শিকার করে আসছেন।
কিন্তু গত ২৪ জুলাই ওসমান তার সন্ত্রাসী দলবল নিয়ে জেলেদের মাছ ধরার সীমানায় হানা দেয় এবং জেলেদের মারধর করে তাদের প্রায় ৭০টি মাছ ধরার জাল কেটে নিয়ে যায়।

খুঁটি দখল করার পাঁয়তারা করে হুমকি দিয়ে যায় যে, সেখানে যেন আর কখনো জাল না বসায়। গত ২৪ জুলাইয়ের আগেও পতেঙ্গা থানায় তার বিরুদ্ধে জেলেরা এস.আই মনিরুল ও এস.আই সুধীর পাল এর নিকট একাধিক অভিযোগ করেছেন। এ ভরা মৌসুমে জেলেরা উচ্চহারে সুদও ধার দেনা করে বর্তমানে দিশেহারা।

তার উপর করোনাকালীন তাহাদের সার্বিক আর্থিক অবস্থা খুবই খারাপ।
বিষয়টি তদন্ত সাপেক্ষে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ওসমান প্রকাশ( গাভী ওসমান)কে আইনের আওতায় এনে জেলেদের দীর্ঘদিনের চিহ্নিত সামুদ্রিক এলাকায় নিরাপদে মাছ ধরার পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে।