চন্দনাইশে ৫শ’ মানুষের ভোজের আয়োজন জরিমানা: মেহমানরা পালিয়ে গেল

  1. চন্দনাইশ প্রতিনিধিঃ ৪আগস্টচন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী এলাকার সর্দারপাড়ায় গতকাল( ৩আগষ্ট) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা   এক পরিবারে চলছে ভোজের বিরাট ।প্রায় ৫শ’ মানুষের সমাগম ঘটে সেখানে। মানা হয়নি কোনো রকম স্বাস্থ্যবিধি।

    গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হাজির হন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন। তাকে দেখা মাত্র শতশত মেহমান  খাবার রেখে এবং আত্মীয়র বাড়ি থেকে পালিয়ে যান অনেকেই। পরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভোজের আয়োজক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া একই দিন উপজেলার অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করে ৫ মামলায় ৮ হাজার ৫০০ টাকা  জরিমানা আদায় করা হয়েছে।  সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন  বলেন, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী এলাকার সর্দারপাড়ায় এক ভদ্রলোক স্বাস্থ্যবিধি অমান্য করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন।

    প্রায় ৫শ’ মানুষের ভোজের আয়োজন ছিল সেখানে। মানা হয়নি কোনোরকম স্বাস্থ্যবিধি। তাই সেই পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ও তাদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে সতর্ক করা হয়েছে।তিনি বলেন, সকাল থেকে আমরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। এ সময় সর্বাত্মক বিধিনিষেধ অমান্য করায় ৫ মামলায় সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  2.  দেশের করোনা পরিস্থিতিতে বিধি নিষেধ চলাকালে  এই অভিযান অব্যাহেত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।