বন্দর ইপিআই জোনে করোনা ভ্যাকসিনের স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তীঃ৫ আগস্ট

চসিকের মেয়র মহোদয় এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর নির্দেশনায় বন্দরটিলা ওয়ার্ড অফিসে বন্দর ইপিআই জোনের আওতায় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পাইন কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা এবং জোনাল উদ্বুদ্ধকরণ  সভা  ৫ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে  সকালে অনুষ্ঠিতহয়।

জোনাল উদ্বুদ্ধকরণ  সভা ৩৯নং ওয়ার্ড  কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমনের সভাপতিত্বে  প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ৪১ নং ওয়ার্ড হাজী সালেহ আহমদ চৌধুরী , সম্মানিত অতিথি- মহিলা আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শারমিন ফারুক সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব,  কাউন্সিলর পরিষদ সদস্য, করোনা প্রতিরোধ ও জনসচেতনতা কমিটির সদস্য  সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ । স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা জোনাল উদ্বুদ্ধকরণ  সভাটি  পরিচালনা করেন জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী।

আগামী আগস্ট বন্দর ইপিআই জোনের আওতায় দিন ব্যাপী প্রতিটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে  বিনামূল্যে কোভিড১৯ ভ্যাকসিন ক্যাম্পাইন কার্যক্রম অনুষ্ঠিত হবে।