ক্রীড়া ডেস্কঃ০৮আগস্ট
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৫ আগস্ট দুপুর ৩টায় সিজেকেএস মিলনায়তনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও খাবার বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান এবং সিজেকেএস এর সাঃ সম্পাদক সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চট্টগ্রাম ও সিজেকেএস এর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল আহসান, সিজেকেএস সহ- সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীর, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো: হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীর, সিজেকেএস এর অতিরিক্ত
সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী।
কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহা: শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো: দিদারুল আলম, নাসির মিঞা, মো: হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর মো: শাহজাদা আলম, হমুদুর রহমান মাহবুব, মোজাফফর আহমদ, এইচ এম সোহেল, মো: লুৎফুল করিম সোহেল, আবু সামা বিপ্লব, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, মো: রাশেদুর রহমান মিলন, আব্দুর রশিদ লোকমান, কল্লোল দাশ প্রমুখ।