ডেক্সঃ নিউজঃ এতিম কোরান হাফেজদের নিয়ে আনন্দে জন্ম দিন পালন করলেন ”নাফিজ””’ গত ২৭ শে জুলাই শনিবার । ”নাফিজ আহমেদ রেফসান জানি”। তার পচন্দমত এতিম কোরান হাফেজ ও শিশু শির্ক্ষাথীদের নিয়ে । নিজ ভবনে সারাদিন কোরান খতম দোয়া মুনাজাত । সন্ধা ৭ টা বাজে এতিম কোরান হাফেজ ও শিশু শির্ক্ষাথীদের নিয়ে। ১১ তম জন্ম বার্ষিকি কেককােটে’পালন করলেন ” সর্বপ্রথমে এতিমদের মুখে কেক তুলেদেন । এতিমদের সাথে জন্ম দিন পালন করে নিজে অনেক আনন্দ উপভোগ করেছেন। এবং সবশেষে এতিমদের নিয়ে রাতের খাবার সম্পুর্ন করেন। সবার কাছে দোয়া কামনা করে অনুষ্টান সম্পুর্ন করেন ।
