তাসনীম ফাহিম::০৮আগস্ট
বৈশ্বিক করোনাভাইরাস”প্রতিরোধে জনসচেতনতা ও ভ্যাকসিন কার্যক্রম আগ্রাবাদ জোনের আওতায় নগরীর বন্দর থানাধীন ৩৬নং গোসাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ডে ৭আগস্ট,শনিবার সকাল ১০টায় কাউন্সিলর হাজী মোরশেদ আলীর নির্দেশনায় বারেক মিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধে বিনামূল্যে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।
এছাড়াও ওয়ার্ডের আরো দুটি কেন্দ্রে এই গণ টিকা কার্যক্রম সম্পন্ন হয়্। কেন্দ্র গুলো হচ্ছে-মুকবুলিয়া সরকারী প্রাঃ বিদ্যালয় এবং জি,আর, কে উচ্চ বিদ্যালয়ে এই মহতী কর্মসূচি সম্পন্ন হয়েছে। করোনাভাইরাস”প্রতিরোধে জনসচেতনতা ও টিকা গ্রহণ উদ্বোত্ব করণ কমিটির সদস্যবৃন্দরা এসময় স্বক্রিয় উপস্থিত ছিলেন।
টিকা প্রদান কালে কেন্দ্র পরির্দশন করেন কাউন্সিলর হাজী মোরশেদ আলী। তিনি এসময় বলেন, বর্তমান সরকার আপাময় জনগণকে সু-চিকিৎসা সহ সেবার মনোভাবে সজাগ রাখতে গণ সেবা ও উন্নয়ণে সম্পৃক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অবগত করেন।
তিনি সকল দূর্যোগ মূর্হত্বে জনগনের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। আর যারা গণটিকা পাবেন না, তারা সুরক্ষা এ্যাপসে নিবন্ধন করলে করোনা টিকা পাবেন বলে জনসাধারণ কে আশ্বাস্ত করেছেন। তিনি জনগণ কে স্বাস্থ্য বিধি ও সরকার ঘোষিত লকডাউন বিধিনিষেদ মেনে চলতে ওমাস্ক পরিদান করতে বিশেষ অনুরোধ জানান।
Discussion about this post