চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও ১৩ জন: আক্রান্ত ৫০৭ জন

স্টাফ রিপোটারঃ ৯আগস্ট

করোনাভাইরাসে  গত ২৪ ঘণ্টায়  আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। আর এ সময়ে নতুন করে শনাক্ত ৫০৭ জন।
সোমবার (৯ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ল্যাবে ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৩৭৪ জন। বাকি ১৩৩ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে।

যার মধ্যে মহানগরের ৬২৬ জন আর বাকি ৪৪৬ জন বিভিন্ন উপজেলার।