বিনোদন ডেস্কঃ০৯ আগস্ট
ঢাকাই ছবি দর্শকপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ থাকলেও অবসর সময় পার করছেন । কারণ লকডাউনের কারণে সব কাজই স্থগিত হয়ে আছে।
তবে গত ৮ আগস্ট তার একটি পোস্ট ভক্তদের বেশি মনে ধরেছে। কৌতূহল বেশ বাড়িয়ে তুলেছে। একইরকম তিনটি ছবি আপলোড করেছেন এ নায়িকা যেখানে দেখা গেছে, ফুলের পেছনে মাহির নিষ্পাপ চাহনি।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরও বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’
প্রসঙ্গত, সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। আর বড় পর্দায় দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়।
Discussion about this post