মহেশখালীতে ৫ দেশীয় তৈরি বন্দুক ও বিপুল সরঞ্জামসহ ১জন কে আটক

  মহেশখালী প্রতিনিধিঃ১১আগস্ট

মহেশখালীর হোয়ানক জামাল পাড়ায় পাহাড়ি এলাকা থেকে ৫টি দেশীয় তৈরি বন্দুক ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ একরামুল করিম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ আগষ্ট) বেলা ১টায় অভিযান চালানো হয়।

আটক একরামুল করিম উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে। সে অস্ত্র তৈরির কারিগর বলে পুলিশ জানায়।
অভিযান পরিচালনাকারী মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানিয়েছে, একরামুল করিম দীর্ঘদিন ঘরে এবং পাহাড়ে অস্ত্র তৈরী করে আসছিল। সে প্রচুর পরিমাণ অস্ত্রের মজুত গড়ে তুলে। তার সঙ্গে রয়েছে দাগি অপরাধীচক্রের গভীর সখ্যতা।

এলাকাবাসীর অভিযোগ, একরামুল করিম অস্ত্র তৈরি করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল।

খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।