হোসেন বাবলাঃ১৫আগস্ট
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ইং রোববার (১৫আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গনে “তালগাছ ও ফলজ, ভেষজ প্রজাতির গাছ লাগিয়ে সূচনা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি এডহক কমিটির সদস্য মোঃ নুরুল বশর, প্রধান শিক্ষক মোঃ ইসমাইল ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ফজল করিম , গোলাম মহিউদ্দিন , ওসমান গনি ,মুনিরুল আনোয়ার ,মিলন কুমার চক্রবর্তী ,মোঃইলিয়াছ আলী,বিকাশ কুমার সরকার, হুমায়রা বেগম ,আনোয়ারা বেগম , শাহানাজ বেগম মুন্নি সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষীকা মন্ডলী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোঃইশতিয়াক মাহমুদ শাহ, কামরুন্নাহার বেবী, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, মোঃসালাহউদ্দিন রাজীব, নাহিদা ইয়াসমিন বাবলী, বিবি আমেনা, মোঃ আনোয়ার হোসেন, মোঃআনিসুর রহমান,মোঃশিপলু করিম,মোঃ রকি হাসান উপস্থিত ছিলেন। কর্মসূচিতে স্কুলের নতুন গেট সংলগ্ন দুটি তালগাছ এবং সীমানা প্রাচির সংলগ্ন একটি শোভাবর্দণ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।
এরূপ সামাজিক ওউন্নয়ন কাজে সকল কে এগিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে অবদান রাখার আহবান করেন সভাপতিহাজী সাহাব উদ্দিন। পরে বৃক্ষরোপন করে সার-পানি সেচ সহ যত্নবান খুঁটিস্থাপন করা হয়।
আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিতঃ
একইদিন সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক মোঃইসমাইলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃইলিয়াছ আলীর সঞ্চালনায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন । বিশেষ অতিথি এডহক কমিটির সদস্য মোঃ নুরুল বশর, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নিনিয়র শিক্ষক ফজল করিম , গোলাম মহিউদ্দিন , ওসমান গনি ,মুনিরুল আনোয়ার , হুমায়রা বেগম ,আনোয়ারা বেগম বক্তব্য রাখেন।
এসময় স্কুলের সকল শিক্ষক-শিক্ষীকা মন্ডলী উপস্থিত ছিলেন। পরে দেশ -জাতির কল্যাণ ও মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি লাভের জন্য বিশেষ মুনাজাত করা হয়।