বিশেষ প্রতিবেদকঃ২১আগস্ট
নগরীর বাকলিয়া থানা এলাকায় গত ১৭ আগস্ট সকাল অনুমান ৬,৩০ টায় সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন
বিষ্ণপুর এলাকার ফুলজোড় নদীর তীরে ব্যবসায়ী মেজবাহ উদ্দিন (৪৫)কে জমি বিরোধের জের ধরে লুৎফর রহমান @ আব্দুল হক (৫৮) ও তার সহযোগীরা অতর্কিত হামলা করে। এ সময় তাকে লোহার রড, লোহার শাবল, কাঁঠের বাটাম দিয়ে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে একই দিন
আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ঘটনায় মৃতের ভাই মোঃ মাছুদুর রহমান (৪২), পিতা- মৃত আব্দুল হামিদ, পূর্ব ফরিদপুর, থানা- সলংগা, জেলা- সিরাজগঞ্জ বাদী হয়ে সলংগা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ( মামলা নং-২৮, ১৭/০৮/ ২১ইং)।
উক্ত ঘটনা দেশের বিভিন্ন স্থানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এর প্রেক্ষিতে, র্যাব ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গত ২০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ঐ ঘটনার প্রধান আসামী ১। মোঃ লুৎফর রহমান @আব্দুল হক (৫৮), পিতা- মৃত আমীর আলী শেখসহ সহযোগী আসামী ২। মোঃ আলাউদ্দিন শেখ (৩৪) এবং ৩।মোঃ ওবায়দুল্লাহ শেখ (২২), সর্বপিতা- মোঃ লুৎফর রহমান সাং- পূর্ব ফরিদপুর, থানা- সলংগা,জেলা- সিরাজগঞ্জদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে,জমি বিরোধের জের ধরে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয় বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন আছে বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।