লাইফস্টাল ডেস্কঃ২১আগস্ট
২০ আগস্ট ছিল অভিনেতা আলমগীরের জন্ম দিন।এবারের জন্মদিনটা নিলয় আলমগীরের কাছে বিশেষ। কিছুদিন আগে ঘরে এসেছেন নতুন বউ। জন্মদিনের শুরুতে সারপ্রাইজ দিয়েছেন নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম।
জন্মদিন উপলক্ষে বিশেষ উপহারও পেয়েছেন তিনি। কী উপহার পেলেন জানতে চাইলে নিলয় বলেন, ‘আরে ভাই, আমি লক্ষ্মী একটা বউ পেয়েছি, এটাই জন্মদিনের সেরা উপহার। আর কি লাগে!’
নিলয় বলেন, ‘হানিমুন থেকে এক দিন হলো ফিরেছি। হানিমুনে যাওয়ার পর থেকেই আমার বউ জন্মদিন নিয়ে অনেক পরিকল্পনা করছিল। সে আমার কাছের বন্ধু–সহকর্মীদের ফোন দিচ্ছিল বুঝতে পারছিলাম। কিন্তু আমাকে বুঝতে দিচ্ছিল না ও। ভাবছিলাম সারপ্রাইজ হওয়ার মতো কিছু হবে না।
পরে সত্যিই সারপ্রাইজড তার উপহার এবং চমকে দেওয়া আয়োজনে। রাতে দেখি কেক, পোশাকসহ অনেক কিছু।’দিনটি নিলয়ের কাছে আরও বিশেষ করে দেয় ফেসবুকে নানান স্ট্যাটাস। প্রিয় ও পরিচিতজনেরা তাঁকে নিয়ে কী লিখছেন, সেগুলো পড়ছেন। জন্মদিনে নিলয়ের বড় একটা সময় কাটছে ফেসবুকে। কিছু স্ট্যাটাস তাঁকে আবেগপ্রবণ করে দেয়।
এগুলোকে তিনি ভক্তদের ভালোবাসা হিসেবে দেখেন। তিনি বলেন, ‘এত মানুষ আমাকে ভালোবাসে, এটাই জীবনের বড় একটা পাওয়া। সবার ফেসবুক পোস্টে ধন্যবাদ দিচ্ছি। অনেকের পোস্টে কিছু না লেখায় মন খারাপও করছেন। কেউ কেউ ভুল বুঝছেন। তাঁদেরকে সরি এবং থ্যাঙ্কস জানাচ্ছি। কেউ মন খারাপ করুক, আমি চাই না। সবকিছু মিলিয়ে সময়টা ভালোই কাটছে।’