নিজস্ব প্রতিবেদকঃ২২আগস্ট
চট্টগ্রাম র্যাব-৭, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া এলাকায় কতিপয় চিহ্নিত চাঁদাবাজরা জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ আগস্ট রাত্র১২১৫মিনিটে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৭ টিম ৫চাদাঁবাজ কে ধাওয়া করে আটক করেন।
ধৃত আসামীরা হলেন ১। মোঃ ইকবাল (৫২), পিতা- মৃত হাফেজ আহম্মেদ, সাং- শিকলবাহা, থানা- কর্ণফুলী চট্টগ্রাম ২। মোঃ গিয়াস উদ্দিন (৩০), পিতা- মোঃ জিয়াবল হোসেন, সাং- খোয়াচনগর কর্ণফুলী, চট্টগ্রাম ৩। মোঃ কায়ছার (৩১), পিতা-মোঃ জাহেদুল হক, সাং-কয়িকগ্রাম, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম ৪। মোঃ আবুল কাসেম (৩১), পিতা-সামসুল আলম, সাং-চরলক্ষা, থানা-কর্ণফুলী, চট্টগ্রাম বর্তমানে-নতুন ব্রীজ বাকলিয়া, চট্টগ্রাম এবং ৫। মোঃ উদয়ন মজুমদার (৩৫), পিতা- মৃত-নির্মল মজুমদার, সাং-পূর্ব বারমাইল, থানা-আনোয়ারা, জেলা- চট্টগ্রাম দের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারাবিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার আশে পাশের বিভিন্ন সড়কেঅবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোরপূর্বক গাড়ি গতিরোধ করে ওভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবেচাঁদা আদায় করে আসছে। আসামীদের দেহ তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ ১১,২৩০ টাকা এবং ০৩ টিচাকু জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃনূরুল আবছার সংবাদ মাধ্যম কে এক প্রেস বার্তায় জানিয়েছেন্