নিজস্ব প্রতিবেদকঃ২২আগস্ট
এক সময় মাম ডিস্ট্রিবিউশনের বোতল পানি সাবলাই ও দোকান-বাসাবাড়ী বিক্রি করে চলতো মোঃ মন্জু (২৮) এর ছোট্ট সংসার। গ্রামের বাড়ী ভোলার ব্যাংকারের বাজার মৃত শামসুদ্দিনের ছেলে মন্জু পেশাগত কাছে নগরের সিইপিজেড( নিউ মরিং)আহম্মদীয়া সরকারী স্কুলের পাশে ইউসুপ মালুম মসজদিস্থ পিন্টুর ভাড়াবাসায় বসবাস করছেন। বর্তমানে দুটি কণ্যা সন্তান আর স্ত্রী নিলুপা কে নিয়ে তীব্র মানবেতর জীবন-যাপন করতে দেখা যাই।
গত১৭ আগস্ট সন্ধ্যায় নিউ মুরিং ডক-শ্রমিকআবাসিক(লেবার কলোনী রোডে) অভাবের তাড়নায় রিক্সা চালাতে গিয়ে পিছন থেকে একটি সিএনজি টেক্সি স্বজোরে ধাক্কা মেরে তার ডান পায়ে ৩টি ফাটল ধরায়। এ থেকে মন্জু আজ ৫/৬দিন ধরে পুরোদমে বিছানায় পড়ে রয়েছে।
তার পায়ে ৩টি পেক্সার ধরা পড়েছে। যাহা সু-চিকিৎসার ব্যবস্থা তার অস্বচ্ছল পরিবারের পক্ষে খুবই অসম্ভব বলে পরিবার পক্ষ থেকে জানাই।
খোঁজ নিয়ে জানা গেছে, দূর্ঘটনায় আহত হবার পর থেকে মন্জু কে সহায়তা করতে বা দেখবাল করার জন্য সিএনজি টেক্সির মালিক-চালক কেউ আসেন নি। সিএনজিটি ঐদিন ১৭আগস্ট থাকে আঘাত করে বন্দরটিলা নয়াহাট দিয়ে পালিয়ে যাই বলে আহত মনজু জানান।
তার পরিবার বর্তমানে পা ভালো করার জন্য দুটি কন্যা সন্তান নিয়ে স্ত্রী নিলুপা মানুষের ধারে ধারে সহায়তা চেয়ে ঔষধ এবং সুচিকিৎসার জন্য অর্থ ভিক্ষা করছেন বলে পানি বিক্রিতা মন্জু সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
তিনি আরো জানাই, প্রাথমিক চিকিৎসক মোঃ হাসানুজ্জামান বলেছেন যে, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে অথবা কোন ভালো মেডিক্যালে নিয়ে পায়ে রিং পরালে সে আগে মতো সুস্থ্য হয়ে উঠবেন। তাকে সহায়তা করার জন্য ০১৮৪৯-৮৫৫১৬৫ অথবা ০১৯৭৯-৩৪৫৬১৬ এই নম্বর গুলোতে বিকাশ/ নগদ পাঠানোর বিশেষ আবেদন জানান।
Discussion about this post