ডেস্ক নিউজঃ২২আগস্ট
করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করলেও আজ রোববার থেকে হঠাৎ করে আবারো করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ২৮২ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ১২০ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৬ শতাংশ।
Discussion about this post