বিশেষ প্রতিনিধিঃ২৩আগস্ট
কক্সবাজারের চকরিয়ায় ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন হত্যা মামলায় স্বামীকে জড়িয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. আলাউদ্দিনের স্ত্রী কোহিনুর আক্তার।
রবিবার (২২ আগস্ট) দুপুরে তিনি চকরিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সাথে আমার স্বামী আলাউদ্দিন কোনভাবে জড়িত নয়। আমার স্বামী ঘটনার দিন (১৭ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে উপস্থিত ছিল। ওই মাহফিলে এলাকার মান্যগণ্য ব্যক্তি, হাফেজগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাসির উদ্দিন নোবেলকে হত্যার খবর জানতে পারেন তিনি। মৃত্যুর খবর শুনে তিনি নিজের ফেসবুক ওয়ালে শোক প্রকাশ করে পোস্ট দেন।
এসময় তিনি আরো দাবি করেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হউক। আমার নিরাপরাধ স্বামী আলাউদিনকে হয়রানিমূলক আসামি থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
এসময় আলাউদ্দিনের মা হাসিনা বেগম, ছেলে আওয়ানুল তাসিন রায়হান ও মেয়ে সুমাইয়া তাসরীন রাইছা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, চকরিয়া পূর্ব ভেওলা ইউপি যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান প্রার্থী হচ্ছেন এই আলাউদ্দিন। আমরা মনে করছি তাকে হয়তো কেউ ষড়যন্ত্র করে মিথ্যা মামলায়য ফাঁসানোর চেষ্টা করছেন। গতকাল রবিবার পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকেও তেমন দাবি করা হয়েছে। বিষয়টি উচ্চ পর্যায়ের আইনী সংস্থার তদারকি জরুরী বলে পরিবার জানিয়েছেন।