বিনোদন ডেস্কঃ২৩আগস্ট
বলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন হিন্দি সিনেমার বাজারে। ভারতের আরও কিছু ভাষার সিনেমায় তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। এবার তাকে দেখা গেল কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে।
না কোনো বাংলা সিনেমায় অভিনয় করছেন না তিনি। তাকে দেবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে।
দেবের সঙ্গে সানি পারফর্ম করবেন ‘কী করে তোকে বলব’ গানের তালে। সেই নাচের ঝলক দেব প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেসব ছবি ভাইরাল করে দিয়েছেন দেবের ভক্তরা।
সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের।
গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এক অন্যতম আকর্ষণ হতে চলেছে বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স। অতিথি বিচারক হিসেবে থাকছেন হেলেন আর রেমো ডি’সুজাও। গতকাল ২২ আগস্ট (রোববার) গ্র্যান্ড ফিনালে। সেখানেই দেখা গেছে দেব-সানির যুগলবন্দি। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের।পাশাপাশি জানা যাবে ট্রফি কার হাতে উঠছে।
Discussion about this post