চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে মহানগর টিম ও ব্রাহ্মনবাড়িয়া জেলা দল চ্যাম্পিয়ন
হোসেন বাবলাঃ২৫আগস্ট
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল ২৪আগস্ট বিকেলে দুই বিভাগের দুটি ফাইনাল ম্যাচ দিয়ে সমাপ্তি ঘটলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্ব ।
বঙ্গবন্ধু”(বালক, অনুর্ধ্ব-১৭)ফুটবলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চট্টগ্রাম মহানগর দল জেলা টিম কে ট্রাইবেকারে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং জাতীয় পর্যায়ে খেলার টিকেট অর্জণ করেছে। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২গোলো ড্র হয়।
এদিকে দিনের প্রথম ফাইনালে বঙ্গমাত “(বালিকা অনুর্ধ্ব-১৭)এর খেলায় ব্রাহ্মনবাড়িয়া জেলা দল খাগড়াছড়ি উপজেলা টি কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে খেলার টিকেট লাভ করেন।
দুটি খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুলহাসান এনডিসি। মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভির (পিপিএম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান। অন্যান্যর মধ্যো বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাঃসম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেকেএস কাউন্সিলর ও ৩২ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
টুর্নামেন্টের(বালক অনুর্ধ্ব-১৭) ৪টি গোল দিয়ে সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন কক্সবাজার জেলার সালাহউদ্দিন সাহেদ, ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে চট্টগ্রাম মহানগরের মেহেদী হাসান আর (বালিকা-অনুর্ধ্ব-১৭)সর্বোচ্চ ৭টি গোল দিয়ে সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন ব্রাহ্মনবাড়িয়া জেলার পুজা দাস। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন খাগড়াছড়ির মনি দাস ।
খেলার শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দল সমূহকে স্মারক ট্রফি এবং মেডেল প্রদান করা হয়।