বিশেষ প্রতিনিধিঃ২৫আগস্ট
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএম এস এফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ ১১জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিএম এস এফ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রাজধানীসহ দেশব্যাপী বিএমএসএফ এর কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৫আগস্ট)সকাল ১১ঘটিকায় ফিরোজ -জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ জেলা বিএমএসএফ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলার সভাপতি শিবলী সাদিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু এরসঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক বদরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক মোঃইদ্রিস খান, বনেক সভাপতি খায়রুল আলম রফিক , দেশটিভি’র ক্যামেরাম্যান জাহাঙ্গীর হোসেন, এসটিভি’র হাবিবুর রহমান, একুশ৭১এর আতিকুর রহমান এলিম,প্রথম বাংলার নির্বাহী সম্পাদক মোঃসেলিম মিয়া, দৈনিক আলোকিত সকাল এর নজরুল ইসলাম জুয়েল, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার মফিদুল ইসলাম লাভলু, ময়মনসিংহ প্রতিদিনের এনামুল হক ছোটন,উর্মিবাংলা প্রতিদিনের নিহার রন্জন কুন্ড,শেখ মামুনুর রশীদ,ত্রিশাল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃফখরউদ্দিন আহমেদ,দৈনিক আজকের খবর এর শরৎ সেলিম,দুর্জয় বাংলার সুলতান মাহমুদ, দৈনিক আজকের বসুন্ধরা’র শামীম তালুকদার, মুভি বাংলার হুমায়ুন কবির, ৭৫বাংলাদেশের ক্যামেরাম্যান লিটন,রতন চন্দ্র দে, আবুজর গিফারী জাফর, হোসেন মারুফ, শেখ সোহেল, রাকিবুল হাসান রুবেল,তাসলিমা রত্না,এমরান,আনোয়ার হুসেন,রোমান সারোয়ার,মাহবুবুল আলম সোহাগ,তছলিম উদ্দিন,রেজাউল করিম,মোহন,তাহমিনা আক্তার
হেলেনপ্রমুখ।
সভায় বক্তারা বলেন,বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম,ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর,বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন,ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন ও রিয়াজ হায়দার, কালের কন্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম,বাংলা নিউজের সম্পাদক জুয়েল মাজহার কে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।এছাড়াও ইতিপূর্বে ময়মনসিংহে কর্মরত সাংবাদিক দীপক চন্দ্র দে’র নামে তদন্তাধীন মামলা প্রত্যাহারের দাবী উঠে আসে।
উল্লেখ্য ১৮আগস্ট (বুধবার) পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে রিমনসহ ১১জনের নামে শামসুল হক ৫শত কোটি টাকার মানহানি মামলা করেন।