মানবিকতার পাশে 16banglatv ও মুক্ত খবর টুয়েন্টিফোর ডটকম

নিজস্ব সংবাদঃ২৫আগস্ট

গত১৭আগস্ট নিউ মুরিং এমপি গেট এলাকায় সিএনজি টেক্সির ধাক্কায় মারাত্মক ভাবে ডান পায়ে আঘাত প্রাপ্ত পানি বিক্রিতা মনজু(২৮)।

চিকিৎসার জন্য মানুুষের ধারে ধারে সাহায্য চেয়ে আজ ও সব আশাহত মন্জু সল্টগোলায় আসলে 16banglatvও মুক্ত খবর টুয়েন্টিফোর ডটকম;র সম্পাদক ওপ্রকাশ নিজেই সহায়তা করেন। এবং প্রায় ২/৩ঘন্টা সড়কে দাড়িঁয়ে পথচারী সহ জনগণ থেকে আর্থিক সাহার্য্য কামনা করেন।

এতে মানবিক সহায়তা স্বরূপ মুক্ত খবর টুয়েন্টিফোর ডটকম র সম্পাদক হাজী হারুন উর রশিদ সবার কাছে মনজুর জন্য সাহার্য্য কামনা করলে শতশত লোকজন এই মানবিক কাজে সাড়া দিয়ে আহত মনজুর চিকিৎসা বাবদ প্রায় ৬হাজার২শত টাকা বুঝিয়ে দেন।

তাছাড়া তার পায়ে রিং লাগানোর জন্য বিত্তশালী-ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আজকের সত্য সংবাদ পত্রিকার সম্পাদক বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। তাকে সহায়তা করার জন্য বিকাশ নং-  ০১৮৪৯-৮৫৫১৬৫।