স্টাফ রিপোটারঃ২৫আগস্ট
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড) চট্টগ্রাম কোর্ট ভবন শাখার নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দরা এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি বাবুল কান্তি দাশ, সহ-সভাপতি মোঃ আজিম উদ্দিন জুয়েল, মোঃ নাজির হোসেন, আনিসুর রসুল, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আবু বকর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক,
যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ হাসান, মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আলম, মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মোঃ আবদুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সমবায় সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, প্রচার সম্পাদক ইমাম হোসেন ঈমন, সহ-প্রচার সম্পাদক শেখ ফরিদ, মহিলা সম্পাদিকা শোভা বড়–য়া, সহ-মহিলা সম্পাদক আফরোজা সুলতানা, নির্বাহী সদস্য পিন্টু কুমার দাশ, আবুল বশর, আবদুল মোমেন রকি, মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ নেজামুল করিম।
সৌজন্য সাক্ষাতকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদেরকে সৎ, দক্ষ ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
Discussion about this post