বোয়ালখালী প্রতিনিধিঃ২৮আগস্ট
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের বড় ভাই সাবেক সরকারী কর্মকর্তা মরহুম নুরুল আবছার চৌধুরী ও বোয়ালখালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় শনিবার (২৮ আগষ্ট) বাদে আসর বোয়ালখালীর মুজাহিদ চৌধুরী পাড়া পুরাতন জামে মসজিদে বোয়ালখালী উপজেলা ও পৌর বিএনপির দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম নুরুল আবছার চৌধুরী ও আকতার কামাল চৌধুরীর আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. বেলাল।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, মরহুম আকতার কামাল চৌধুরী ছাত্রজীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে দলের সাংগঠনিক তৎপরতায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তাদের পুরো পরিবারই ছিল বিএনপির দুর্ভেদ্য ঘাটি। এজন্য তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত সন্মানের। তাদের সংগ্রামী ভূমিকার জন্য তারা দলের নেতাকর্মী ও বোয়ালখালীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মরহুম আকতার কমাল চৌধুরী বিএনপিকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন ত্যাগী, সাহসী ও নিবেদিত প্রাণ নেতা। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরন হবার নয়।
দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান বলেন, মরহুম আকতার কামাল চৌধুরী একজন ত্যাগী ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিকে সংগঠিত করার জন্য তিনি কাজ করেছেন। তার আদর্শ থেকে আমাদের শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।
দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, চাকসু ভিপি নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মো. কামরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী মো, ইসহাক চৌধুরী, সি. যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব মো. ইউছুপ চৌধুরী, বিএনপি নেতা শহীদুল ইসলাম চৌধুরী, এম কামাল উদ্দীন, আবদুল করিম, শেখ মনির, ডা. মহসিন খান তরুণ, মেহেদী হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সি. যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুবদলের সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, বাগমনিরাম ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক আবু ফয়েজ, যুবদল ও ছাত্রদল নেতা মহসিন খোকন, মো. হারুন, ইসমাইল চৌধুরী, গোলাম হোসেন নান্নু, সালাউদ্দীন উদ্দীন টিটু, মতিয়ুর রহমান রাসেল, আরেফিন রিয়াদ, মো. ইব্রাহীম, মো. মানিক প্রমূখ।
Discussion about this post