বিশেষ প্রতিবেদকঃ২৯আগস্ট
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের পক্ষ থেকে জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়াকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উচ্চ শিক্ষা গ্রহনের জন্য সরকারী ভাবে লন্ডন যাওয়ার কারণে ২৯ আগস্ট রোববার বিকেল ৫টায় তাঁর কার্যালয়ে গিয়ে ছবি, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বই ও উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, পাঁচলাইশ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মানিক, বন্দর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্লাহ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার এম ময়নুল হোসেন প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।
দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চির অ¤øান হয়ে থাকবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করার বিষয়টি সারাজীবনের জন্য অনন্য উজ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে চট্টগ্রাম নগরীতে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
Discussion about this post