ক্রীড়া প্রতিবেদনঃ৩০আগস্ট
বাংলাদেশ প্রিমিয়ার লীগে( বি. লীগে) পাতানো ম্যাচের অভিযোগ প্রমাণিত হওয়ায় (ঘরোয়া ফুটবলে ম্যাচ )আরামবাগ ক্রীড়া সংঘের সংশ্লিষ্ট ৪ জনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সেই সাথে ঘরোয়া ফুটবলের এই প্রাচিনতম দলকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। আর দলের প্রধান পৃষ্ঠপোষক, ক্লাব উপদেষ্টা মিনহাজুল ইসলাম কে ক্রীড়াঙ্গন থেকে আজীবন নিষিদ্ধ করেছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।
এছাড়া দেশি-বিদেশী ১৬ খেলোয়াড় কে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে দলটিকে। আরামবাগ ক্রীড়া সংঘ কে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে।
তাছাড়া দলটির সাথে সংশ্লিষ্ট চার কর্মকর্তা মিনহাজুল ইসলাম, গওহর জাহাঙ্গীর রুশো, মাইদুল ইসলাম শেখ (ভারতীয়), আরিফ হোসেনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ১৬ দেশি-বিদেশি ফুটবলারের। একই সঙ্গে দলটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বেশ কিছুদিন ধরে ক্রীড়াঙ্গনের দলটির ব্যাপারে বিভিন্ন সংস্থা থেকে অবৈধ ক্যাসিনো কান্ড, ম্যাচ পাতানো এবং ক্লাবে অসামাজিক কর্মকান্ড সহ বিভিন্ন খারাপ কাজের প্রমান পেয়েই বাফুফে তথা ফুটবল শৃংখলা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছেন বলে বাফুফের সাঃসম্পাদক আবু নাঈম সোহাগ প্রতিবেদক জানিয়েছেন।
Discussion about this post