ডেস্ক রিপোটঃ৩০আগস্ট
ওমানের রাজধানী মাসকাট থেকে ১৪৯ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল বিমানের একটি বোয়িং ৭৩৭ ফ্লাইট। মাঝ আকাশেই হার্ট অ্যাটাক হয় ক্যাপ্টেন নওশাদের।
প্রচণ্ড বুকে ব্যাথায় কাতর ক্যাপ্টেন তখন সহকারির সঙ্গে পরামর্শ করে বিমানের জরুরি অবতরণ করান ভারতের নাগপুরে।
ক্যাপ্টেন নওশাদকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল। হার্ট অ্যাটাকের পর তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তিনি এখন কোমায় আছেন। তাঁর অবস্থা গুরুতর।
১৪৯ যাত্রীকে বাঁচানো ক্যাপ্টেন নওশাদের জন্য দোয়া, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে! তাঁর জন্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন ফিরে আসেন।
জীবন-মৃত্যু সবই আল্লাহর ইচ্ছেতে হয়। কোনো সন্দেহ নেই। তবে কখনও কখনও দায়িত্বহীনতার চড়া দাম দিতে হয়। সে ক্ষেত্রে নওশাদ অবশ্যই এই ১৪৯ যাত্রীর জীবনের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এই স্বার্থপর পৃথিবীতে নওশাদের মতো বীরদের প্রয়োজন অনেক। ১৪৯ যাত্রীকে সুরক্ষিত রাখার প্রতিদান হিসেবে তাঁর পরিবার যেন তাঁকে ফিরে পায়, এই কামনা-প্রার্থনা। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি এক বীরের জন্যে।
#লেখা জয়নাল আবেদীন, এফবি থেকে সংগৃহিত,
Discussion about this post