সিআরবি নিয়ে ষড়যন্ত্র পরিহার করুনঃ ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ৩১আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপিরর আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সিআরবিকে যারা ধ্বংস করার পায়তারা করছে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। সরকার ইচ্ছা করলে রেল এরবর্তমানে যে বক্ষব্যাধি হাসপাতালটি আছে সেটাকে তারা কোভিড ডেলিগেটহাসপাতালে পরিণত করতে পারে।

বক্ষব্যাধি হাসপাতালটি ভেঙ্গে আধুনিক সুন্দর একটিকোভিড হাসপাতাল তৈরি করা সম্ভব। এটি কোভিড হাসপাতাল হলে করোনাকালীনসময়ে জনগণ সেবা পাবে। সরকার ৫০ থেকে ১০০ কোটি টাকা বাজেট দিলেই একটিকোভিড আধুনিক হাসপাতাল হবে। কিন্তু তারা সেটা না করে শতবর্ষী গাছ কেটে
পরিবেশ ধ্বংস করে তারা যেভাবে চট্টগ্রাম বিধ্বংসীতে নেমেছে এবং পরিবেশ বিধ্বংসীতে নেমেছে। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকারের মন্ত্রী-এমপিরা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা এই সমস্ত কাজগুলো করছে।
তিনি

৩০ আগস্ট সোমবার বিকলে চট্টগ্রামের একমাত্র নৈসর্গিক মুক্তাঙ্গন, হেরিটেজ জোন, সিআরবি রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল, মহান স্বাধীনতা ও
মুক্তিযুদ্ধে শহীদদের কবর ও স্মৃতির স্মারক রক্ষা এবং সিআরবি’র নৈসর্গিক পরিবেশ অক্ষুন্ন রাখার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেনডা. শাহাদাত হোসেন আরো বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ১ নং সেক্টরের কমান্ডার ছিলেন এবং ১১নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়াও জেড ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন।সরকার জিয়া পরিবারকে নিয়ে তারাবিভিন্ন খেলায় নেমেছে। করোনাকালীন সময়ে টিকা নিয়ে কারচুপি করেছে। গণটিকা নিয়ে গণ কারচুপি করেছে। সরকারের এই ব্যর্থতা ঢাকার জন্য কতক্ষণ পরিমনিরখেলা আবার অন্য ইস্যু।

এখন আবার শুরু করেছে জিয়া পরিবার নিয়ে । সরকার নিজেদেরব্যর্থতা ঢাকতে একের পর এক নাটক মঞ্চস্থ করতেছে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধেদাঁতভাঙ্গা জবাব দিতে দেশপ্রেমী জনতা, পরিবেশ প্রেমী, যুব ছাত্র-জনতা প্রস্তুত আছে।সিআরবি নিয়ে ষড়যন্ত্র পরিহার করুন অন্যতায় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন,
বহু জায়গায় হাসপাতাল নির্মাণ করা যাবে। কিন্তু হাজার কোটি টাকা দিয়েও আর একটি সিআরবি পাওয়া যাবে না। সিআরবির অপূর্ব এই পরিবেশকে অক্ষুন্ন রাখতেহবে।সিআরবির পরিবেশ প্রকৃতি বিপন্ন করে মুনাফালোভীদেরকে হাসপাতাল করতেদেয়া হবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদের
সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেনচট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ উদ্দিন রুবেল,নগর ছাত্রদলের যুগ্ম আহ;বায়ক সামিয়াত আমিন জিসান, সাবেক সহ-সভাপতি এন. মোহাম্মদ রিমন,খোরশেদ আলম টিটু, যাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান, হোসাইন, আলাউদ্দিনআলো,

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা শাহরিয়ার, ইমরান হোসেন আবির, মোঃ কায়েস,মোঃ রিদোয়ান আলী, শারফরাজ সিজ্জী, রাসেল, সারজিল, সাহাবুদ্দিন,চট্টগ্রামবিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আরফাত খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জালাল উদ্দিন মিজবাহ, চবি ছাত্রদল নেতা আরিফুর রহমান, আমান উল্লাহ,শাহিনুর রহমান ও হেলাল আহমদ প্রমুখ।