প্রেস বিজ্ঞপ্তীঃ০৪সেপ্টেম্বর
দীর্ঘদিন ধরে অসুস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ,রোটারিয়ান হাজী মোহাম্মদ ইলিয়াস কে দেখতে তার বাসভবন বন্দরিটলায় আসেন নগর আঃ লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন ও নাগরিক কমিটির সভাপতি ও বন্দর থানা আঃলীগ ভারপ্রাপ্ত সাঃসম্পাদক মো: ইলিয়াছ।
আজ সেপ্টেম্বর দুপুরে সুজন কয়েক জন দলীয় নেতা কর্মি নিয়ে নগর আঃলীগ সদস্য ,রোটারিয়ান ইলিয়াস দেখেন ও রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে কভিড-১৯টিকা নিতে আসা জনগনের মাঝে সুজন বিশুদ্ধ খাবার পানি, মাস্ক বিতরণ করেন এবং টিকা প্রদানের খোঁজ খবর নেন।পরে তিনি বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল টি পরিদর্শণ করেন।
এসময় তার সাথে বন্দর থানা আঃলীগ ভারপ্রাপ্ত সাঃসম্পাদক মো: ইলিয়াছ, আঃলীগ নেতা মোঃ মোরশেদ আলম, ৩৯নং ওয়ার্ড আঃলীগ নেতা লোকমান হাকিম,জাবের হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা লিটন মহাজন, টিকা সমন্বয়কারী চন্দ্রাশীষ ভট্টাচার্য্য আশিষ, নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ জাহিদ হোসেন, আরাফাত, ফয়সাল ওবাপ্পি প্রমুখ।
এসময় সুজন বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে কভিড-১৯টিকা প্রয়োগে সন্তোষ প্রকাশ করেন এবং সারিবদ্ধ ভাবে স্বাস্থ্য বিধি মেনে, শাররিক দূরত্ব বজায় রেখে টিকা নিতে জনগণ কে অনুরোধ করেন। তিনি আরো বলেন, নিববন্ধনকৃত সকল নাগরিক অবশ্যই টিকা পাবেন।
Discussion about this post